আক্কেল দাঁতের ব্যথা হলে কী করবেন?

মানুষের ৩২টি দাঁতের মধ্যে সবচেয়ে বড় এই আক্কেল দাঁত। তবে এর সঙ্গে আক্কেল বা জ্ঞানবুদ্ধির কোনও যোগ নেই। ইংরেজিতে একে বলে উইজডম টিথ

দাঁতের অন্য সমস্যার সঙ্গে এর কি সম্পর্ক রয়েছে? আক্কেল দাঁত নিয়ে ভয় না থাকলেও, সজাগ না হলে সংক্রমণ হতে পারে

আক্কেল দাঁত বা উইসডম টুথ। মোলার দাঁতগুলি সবচেয়ে বড় আকারের দাঁত। খাবারের মণ্ডকে পিষে খাবার গিলতে সাহায্য করে মোলার দাঁত

অনেক ক্ষেত্রে নীচের দাঁত পুরোপুরি না গজালেও, উপরের দাঁত বেরিয়ে যায়। নীচের আক্কেল দাঁত বেঁকা ভাবে গজালে, তা পাশের মোলার দাঁত নষ্ট করে দিতে পারে

More Stories.

কুমড়ো তো চেনেন, আর চাল কুমড়ো? বেশিরভাগই চেনে না-তাই কেনেও না! এর উপকারিতা জানলে রোজ খাবেন

ডাস্ট অ্যালার্জি মানে শুধু ধুলোবালি নয়, আপনার বিছানার চাদর-চুলে-ত্বকে বাসা বাঁধে এমন পরজীবী কীট! জানুন

ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই

আর জায়গা না পেলেই আক্কেল দাঁতের ঠেলায় সে যে কী ব্যথা হয়, তা যাঁদের হয়েছে তাঁরা সকলেই জানেন

মুখ হাঁ করতে সমস্যা, মুখ ফুলে যাওয়া, খাবার খেতে-গিলতে সমস্যা, সঙ্গে দাঁত ব্যথা থেকে জ্বরও চলে আসে অনেকের

তবে কি আক্কেল দাঁত তুলে ফেলাই কি সমাধান? কিছু ক্ষেত্রে এমন ভাবে আক্কেল দাঁত বেরোয় যে, গালে ঘষা লাগে

আক্কেল দাঁতের কারণে মুখের ভিতরে আলসার বা ওই দাঁত সংলগ্ন টিসুতে সমস্যা তৈরি হয়। তখন দাঁত তুলে ফেলা সমীচীন

আক্কেল দাঁত তির্যক ভাবে বেরোলে, দাঁতের ফাঁকে খাবার আটকে যেতে পারে। এতে আক্কেল দাঁত ও তার পাশের দাঁতে ক্যাভিটি হতে পারে

আক্কেল দাঁত সকলের হয় না। অনেকের হলেও ব্যথার উপসর্গ থাকে না

আক্কেল দাঁতের যে কোনও সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আক্কেল দাঁতের ব্যথা হলে কী করবেন?