বিশ্বের সবচেয়ে 'বুড়ি' জীবিত মুরগিকে চেনেন?

মুরগি সাধারণত গড়ে ৫ থেকে ৮ বছর বাঁচে, সেটাই অনেক ভাগ্যের ব্যাপার বলে মনে করা হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে পিনাটের বয়স ২১

ভাবতে অবাক লাগলেও, এটা সত্যি। পিনাট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ জীবিত মুরগি

পিনাট খুবই স্মার্ট ও সাহসী একটা মুরগি। ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলেছে পিনাট

ওর মালকিনের নাম মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের দম্পতি। পিনাটের দেখভাল করেন মার্সি পার্কার ডারউইন

More Stories.

ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই

পিনাটকে নিয়ে তিনি জানিয়েছেন, সকালবেলা ব্লুবেরি ইয়োগার্ট না পেলে মুড অফ হয়ে যায় মুরগিটির

মার্সিই পিনাটের মা। তার নামকরণের কারণ, পিনাট জন্ম থেকেই খুবই ছোট ও বাদামি রঙা

নো কিল ফার্মে অন্য কুকুর বিড়ালদের সঙ্গে খেলে জীবন কাটাচ্ছে পিনাট। তবে বেশি বাইরে ঘোরাঘুরি পছন্দ নয় পিনাটের

বেশিরভাগ সময় মার্সির সঙ্গে ঘরে কাটায় সে। এমনকী মার্সির সঙ্গে তালে তাল দিয়ে টিভিতে সিরিয়ালও দেখে। ভাল থেকো পিনাট

বিশ্বের সবচেয়ে 'বুড়ি' জীবিত মুরগিকে চেনেন?