ফিরে দেখা ২০২৩: ক্ষতবিক্ষত করে চলে গেলেন যাঁরা

দীনেশ ফাড়নিশ- ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সিআইডি-র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ খ্যাত অভিনেতার।

সতীশ কৌশিক- ৯ মার্চ চলন্ত গাড়িতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু ‘তেরে নাম’-এর পরিচালকের। ছিলেন জনপ্রিয় অভিনেতা।

ম্যাথিউ পেরি- ২৮ অক্টোবর বাড়ির স্যুইমিং পুলে কেটামাইন ওভারডোজে মৃত্যু ‘ফ্রেন্ডস’-এর চ্যান্ডলারের।

বৈভবী উপাধ্যায়- ২২ মে হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর অভিনেত্রীর।

More Stories.

বাড়ির ওয়াশ বেসিনে হলুদ ছোপ? কম খরচে ঘরোয়া টোটকা জানুন, জেদি দাগের যম এই চার উপাদান

ক্ষতিকর ডায়াবেটিস কমাবে ঝুপ করে, ওজন ঝরাতে এই কালো বীজের জুড়ি নেই

বিনামূল্যে মশা তাড়ান! বাড়িতে রাখুন এই ৫টি ভেষজ উদ্ভিদ, ভুলেও ঢুকবে না মশা

নীতেশ পাণ্ডে- ২৪ মে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই মৃত্যু ‘ওম শান্তি ওম’-এর অভিনেতার।

জুনিয়র মেহমুদ- ৮ ডিসেম্বর স্টমাক ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু বলিউডের কৌতুকাভিনেতার।

অনুপ ঘোষাল- ১৫ ডিসেম্বর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন বিধায়কের।

সুমিত্রা সেন- ৩ জানুয়ারি নিউমোনিয়া এবং বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু বিশিষ্ট সঙ্গীতশিল্পীর।

তাপস বাপি দাস- ২৫ জুন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু ‘মহীনের ঘোড়াগুলি’র শেষ ঘোড়ার।

মাইকেল গ্যাম্বন- গত ২৭ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু ‘হ্যারি পটার’-এর প্রফেসর ডাম্বেলডোরের।

সমরেশ মজুমদার- ৮ মে ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণে মৃত্যু বাংলা সাহিত্য জগতের নক্ষত্রের।

গৌতম হালদার- ৩ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘ভালো থেকো’-এর পরিচালক গৌতম হালদারের।

মিল নেই মা-বাবার সঙ্গে, রণবীর-আলিয়ার ‘নীলমণি’ রাহার চেহারা কার সঙ্গে মেলে?