নিজেদের বার্ষিক ডেভেলপার কনফারেন্স গুগল আই/ও ২০২৪-এর দিনক্ষণ ঘোষণা করেছে Google।
প্রতি বছরে মতো ওই বৈঠকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ সামনে আনবে এই টেক জায়ান্ট।
অনলাইন রিপোর্টে বলা হচ্ছে, আসন্ন অ্যান্ড্রয়েড ১৫-য় থাকতে চলেছে দুর্দান্ত ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের খোওয়া যাওয়া ডিভাইস খুঁজে পেতে পারেন।
এমনকী স্যুইচ অফ থাকলেও এবার খুঁজে পাওয়া যাবে সেই ফোন।
এবার অ্যান্ড্রয়েড ১৫-র মাধ্যমে আনা হচ্ছে নতুন Powered Off Finding API। যার মূল উদ্দেশ্য হল, ডিসকানেক্টেড থাকলেও ডিভাইস খুঁজে পাওয়া।
বর্তমানে Find My Device নেটওয়ার্ক অনলাইন থাকা অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড এবং Wear OS ডিভাইসকেই ট্র্যাক করতে পারে।
এবার অফলাইন ডিভাইস যদি ট্র্যাক করা যায়, তা কার্যকারিতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে।
এর ফলে ইন্টারনেট কানেক্টিভিটি না থাকলেও ব্যবহারকারীরা নিজেদের ডিভাইস খুঁজে পেতে সক্ষম হবেন।
যদিও এই ফিচারটির বাস্তবায়নের জন্য প্লেশালাইজড হার্ডওয়্যারের প্রয়োজন হবে। যা ব্লুটুথ কন্ট্রোলারকে চালিত করবে।
নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান
পড়তে ক্লিক করুন