শনি-রবির ছুটিতে মাত্র ৭০ টাকায় ঘুরে আসুন বাড়ির কাছে 'মিনি আন্দামান'
সপ্তাহান্তে বাড়িতে কার আর মন লাগে? শনি-রবিবার এলেই মন টোটো-কোম্পানি হয়ে ওঠে।
কিন্তু দু'দিনের ছুটিতে বেশি দূর যাওয়া যায় না! দীঘা-মন্দারমণি-বকখালি আর কত যাবেন? এবার সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন বাড়ির কাছেই অপরূপ সুন্দর ‘মিনি আন্দামান’ থেকে
কুলপি নদীর ধার-কেই বলা হয় 'মিনি আন্দামান'। সমুদ্র এবং জঙ্গল, দুইয়ের স্বাদই একসঙ্গে পাবেন। সঙ্গে নদীর ধারের মনোরম পরিবেশ
শোনা যায়, কবি জীবনানন্দ দাশ এই কুলপি নদীর ধারে বসে একটি কবিতা লিখেছিলেন।
এখানে একটি নাম না জানা দ্বীপও আছে। যদি মন চায় সেখান থেকেও টুক করে ঘুরে আসতে পারবেন।
কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে কাকদ্বীপ অথবা নামখানাগামী কোনও ট্রেন ধরতে হবে।
নামতে হবে কুলপি স্টেশনে। সেখান থেকে টোটো করে যেতে হবে কুলপি মোড়। এরপর ফের একটি টোটো অথবা পায়ে হেঁটে নদীর ধারে চলে যেতে হবে।
যাওয়া আসা মিলিয়ে মোট খরচ পড়বে ১৫০ টাকা মত।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন